ঢামেকে কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৫, ১৬:৩৯
শেয়ার :
ঢামেকে কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এস এম আব্দুল হক (৭০) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১টা ২২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

জানা গেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী উজ্জ্বলসহ কয়েকজন কারারক্ষী আজ দুপুরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর আব্দুল হককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে তিনি কি মামলায় কারাবন্দী ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি।