বুবলীর সঙ্গে জীবন
সিনেমায় একাধিক হিট গানে পারফর্ম করে নজর কুড়িয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’ কিংবা ‘মেঘের নৌকা’- এসব গানের নাচ ও সংলাপ ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। এবার বুবলীকে দেখা যাবে এক বিশেষ গানে। নাম ‘ময়না’। তবে এটা কোনো সিনেমার গান নয়, বড় বাজেটে নির্মিত একটি ফিল্মি স্টাইলের ড্যান্স নাম্বার।
এই গানে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবনকে। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট তৈরি করে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।
‘ময়না’ গানটি ‘গানচিল মিউজিক’র নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’র প্রথম গান হিসেবে প্রকাশ পাচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল গানটি গেয়েছেন নিলয় ডি রকস্টারের সঙ্গে। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গানটি নিয়ে উচ্ছ্বসিত শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘বুবলী অসাধারণ একজন অভিনেত্রী। তার সঙ্গে একটি নাচের গানে পারফর্ম করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। এ রকম একটি কাজের সঙ্গে থাকতে পারাটা বিশেষ কিছু। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর দর্শকরাও সেটা অনুভব করবেন।’
এটাই বুবলীর প্রথম সিনেমার বাইরের গানের কাজ। কেন এমন মিউজিক ভিডিওতে কাজ করলেন? উত্তরে বুবলী বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। সিনেমার অনেক গানে নেচেছি, কিন্তু শুধুমাত্র মিউজিক ভিডিওতে কাজ করাটা এবারই প্রথম। বেশ চ্যালেঞ্জিং এবং উপভোগ্য ছিল।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে গানচিল মিউজিক ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো মজার ও নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘ময়না’ গানটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ‘ময়না’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুলাই, গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।