রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১৬:১৫
শেয়ার :
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু আহম্মেদ লিপু (৪৯)। তিনি সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজ রবিবার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানার একটি দল ওয়ারীর টিকাটুলি এলাকার হাটখোলা রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামপুর থানার তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ওয়ারী থানার সহায়তায় অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় একাধিক মামলা রয়েছে—যার মধ্যে রয়েছে হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগও। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।