রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১৪:৫৯
শেয়ার :
রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আধা ঘণ্টার ব্যবধানে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এ অবস্থায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেখানে।

আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি বড় ভূমিকম্প অনুভূত হয়।

এর মধ্যে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ এবং একটি ছিল ৭ দশমিক ৪। এরও আগে, ওই একই এলাকায় আরও একটি ৫ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প ঘটে।

জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড-ও নিশ্চিত করেছে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প রবিবার কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে।