কেরানীগঞ্জে পার্কিংয়ে রাখা বাসে আগুন
ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ রবিবার ভোররাত চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীবাহী বাসটি দুদিন যাবৎ রাস্তার পাশে পার্কিং ব্যবস্থায় ছিল। ভোররাতে কে বা কারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
তিনি বলেন, কয়েকদিন আগে তরঙ্গ পরিবহনের লাইনের মালিকানা পরিবর্তন করে স্থানীয় এক বিএনপি নেতা লাইন চালনা শুরু করে।এ নিয়ে পূর্বের মালিকপক্ষ ও বর্তমান মালিকপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। হয়তো অন্তঃকোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে।
আবার নাশকতার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাবে না, এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।