থামছে না তাদের ফেসবুক লড়াই

বিনোদন প্রতিবেদক
২০ জুলাই ২০২৫, ১৩:২৪
শেয়ার :
থামছে না তাদের ফেসবুক লড়াই

সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও দু’জন যেন দুই মেরুর বাসিন্দা। কারণ তারা ছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের স্ত্রী। আর এর কারণে শুধু দূরত্বই নয়, একে অপরকে প্রতিদ্বন্দ্বীও মনে করেন!

শাকিবের সঙ্গে দুই নায়িকার বিচ্ছেদ ঘটলেও সন্তানের সুবাদে প্রায়ই তাদের দেখা মেলে। আর এটি ঘিরে তৈরি হয় তাদের নেটদুনিয়ায় কথার যুদ্ধও। যা দেখে অনেকটাই বিরক্ত খোদ শাকিব নিজে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলেছেন এই চিত্রনায়ক। জানিয়েছেন, বাবার জায়গা থেকে তিনি তার সন্তাদের প্রতি দায়িত্বশীল। তবে দু’জনের (অপু-বুবলী) সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর দু’জনের ব্যবহারে বিরক্তও তিনি।

অপু-বুবলীর নেটযুদ্ধ যেন থামছেই না। শুধু শাকিব আর সন্তাদের বেলাতেই নয়, একজন মন্তব্য করলে অন্যজন কখন ভিন্ন মন্তব্য করবে- তা নিয়েই ব্যস্ত থাকেন তারা। বিষয়টি দুই নায়িকার ভক্ত-অনুরাগীরাও খুব ভালো করে জানেন। এ নিয়ে বহুবার খবরের শিরোনামও হয়েছেন।  

এবার তারা জড়ালেন সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর প্রতিযোগিতায় বাকযুদ্ধ। প্রায় একই সময় বধূ সাজে ধরা দিলেন অপু-বুবলী।

বলা দরকার, ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় নববধূর সাজে হাজির হয়েছেন। একই ঘটনা ঘটেছে বুবলীর বেলাও। ব্রাইডাল মেকওভারে বরাবরই পাওয়া গেছে দুই অভিনেত্রীকে।

সম্প্রতি ফেসবুকে নববধূর সাজে দেখা মিলেছে বুবলীর। প্রকাশ করেছেন ব্রাইডাল মেকওভারের কিছু ছবি। অফহোয়াইট লেহেঙ্গা পরে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। পোশাকের হালকা ঝলমলে ভাব ও দোপাট্টার নকশা মিলে এক রাজকীয় আবহ তৈরি করেছে। সাজের সঙ্গে অভিনেত্রীর গলায় দেখা গেল বড় হীরার নেকপিস, কানে ঝুলছিল ম্যাচিং দুল। মাথায় পরা বড় টিকলি কপালের মাঝ বরাবর নেমে এসে অভিনেত্রীর রূপকে আরো উজ্জ্বল করেছে। হাতে ছিল একাধিক রঙিন পাথরের বালা, বড় ফিঙ্গার রিং- যা হাতে আভিজাত্যের ছোঁয়া এনেছে।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা হল সবচেয়ে অসাধারণ রঙ। কারণ এর ভেতরে আপনি রংধনুর সব রঙ দেখতে পাবেন।’

তিন দিনের ব্যবধানে লাল বেনারসিতে নববধূর সাজে কিছু ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাসও। ক্যাপশনে লিখেছেন, ‘যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয়, তখন জাদু ঘটে।’

ছবিতে দেখা গেছে, লাল বেনারসির সঙ্গে ভারি গহনার ব্যবহার করেছেন অভিনেত্রী। হাতে আলতা দিয়েছেন, মাথায় ছিল টিকলি। নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই অপুর চোখে-মুখে ফুটে উঠেছে সৌন্দর্য।

বুবলীর মতো অপুর ভক্তরাও অভিনেত্রীর নববধূর সাজে ব্যাপক প্রশংসা করছেন।