অবশেষে বাসায় ফিরলেন প্রসূনের বাবা
অবশেষে খোঁজ মিলেছে অভিনেত্রী প্রসূন আজাদের বাবা আজাদ হোসেনের। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি সুস্থ অবস্থাতেই রাজধানীর মালিবাগের নিজ বাসায় ফিরেছেন। তবে কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন কিছুই জানাননি পরিবারকে।
এর আগে, বাবার সন্ধান পেতে সামাজিক মাধ্যমে ভক্তদের কাছে সাহায্য চেয়েছেন প্রসূন। এ নিয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়; প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় একটি ডায়েরিও করেন। এর ঘণ্টা কয়েক পরেই বাসায় ফেরেন অভিনেত্রীর বাবা আজাদ হোসেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রসূন আজাদ বলেন, ‘সারা দিন আব্বুকে খুঁজেছি। তার চিন্তায় পরিবার ও আত্মীয়স্বজন সবাই ভীষণ অস্থির হয়ে ছিল। বাবা ফিরে এসেছে, এখন স্বস্তি লাগছে। কিন্তু আব্বুর কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন, জানতে চাইলে কিছুই বলেননি। আমরাও বেশি চাপ দিইনি। হয়তো পরে সব বলবেন। আব্বুকে ফিরে পেয়েছি, এতেই শুকরিয়া।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, গত শুক্রবার বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হন অভিনেত্রীর বাবা। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় উদ্বেগে পড়েন প্রসূনের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে একাধিক ফেসবুক পোস্টে বাবার খোঁজ চেয়ে ভক্ত-অনুরাগীদের সহায়তা চান প্রসূন। লিখেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’