কাঙ্ক্ষিত সংস্কারে মনোনিবেশ করুন: মামুনুল হক

লালমনিরহাট প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ২২:২৫
শেয়ার :
কাঙ্ক্ষিত সংস্কারে মনোনিবেশ করুন: মামুনুল হক

বাংলাদেশ খেলাফাত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক বলেছেন, 'বর্তমান সরকারের হায়াত ফুরিয়ে আসছে। দ্রুত কাঙ্ক্ষিত সংস্কার শুরু করুন। সরকারের প্রথম অঙ্গিকার জাতীর কাঙ্ক্ষিত সংস্কার।'

আজ শনিবার সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, '২০০৯ সালের পিলখানার হত্যাকাণ্ড, ১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, ২১ সালের হেফাজত হত্যাকাণ্ড, ২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর পরিচালিত গণহত্যাকাণ্ডে জড়িত খুনি হাসিনা ও তার দোসর মন্ত্রী পরিষদের সদস্য এবং শীর্ষ স্থানীয় সরকারী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচার। এর দৃশ্যমান বিচার দেশের মানুষ দেখতে চায়। এরপর তৃতীয় সংস্কার হচ্ছে অবাদ নিরপেক্ষ গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন।'

মামুনুল হক বলেন, 'হাসিনার পতনের পর তার দোসররা দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও অত্যাচার শুরু করলে হেফাজতের কর্মীরা দেশের সকল মন্দির গির্জা প্যাগোডা পাহারা দিয়েছে।'

মামুনুল হক আরও বলেন, 'খেলাফাত মজলিস আগামী সংসদ নির্বাচনের জন্য সারাদেশে মনোনয়ন দিয়েছে। সারা দেশের মানুষ তার পছন্দের খেলাফত প্রতিষ্ঠায় পছন্দের খেলাফত নেতাকে নির্বাচিত করবে।'

'জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করবেন। তা এ দেশের মানুষ মেনে নিবে না। আমরা তা করতে দিব না। আপনারা কাদিয়ানীদের প্রতিষ্ঠা করতে এ দেশে সমকামিতা প্রতিষ্ঠার চেষ্টা করলে এ দেশের সকল ধর্মের মানুষ তা প্রতিহত করবে। আমরা জেগে আছি, আপনারাও জেগে থাকুন। আপনারা জেগে থাকলে বাংলাদেশ জেগে থাকবে।' আগামী নির্বাচনে খেলাফত মজলিসের পতাকা তলে থাকার আহবান জানান দলটির চেয়ারম্যান আল্লামা মমিনুল হক। 

আদিতমারী উপজেলা খেলাফতে মজলিস আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিস লালমনিরহাট জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, সহসভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে গাইবান্ধা ও কুড়িগ্রামে সফর করে লালমনিরহাটের পাটগ্রামে জনসভায় যোগদান করেন। পাটগ্রামে যাবার পথে আদিতমারী উপজেলায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফাত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক।