বেয়াইন হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন রিমান্ডে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ২২:০১
শেয়ার :
বেয়াইন হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন রিমান্ডে

কুমিল্লার নাঙ্গলকোটে নারীকে খুনের ঘটনার প্রায় দুই বছর পর সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নিয়েছে নাঙ্গলকোট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা ভূঁইয়া, তার ভাই ও নিহতের বেয়াই মাহবুব আলম কাঞ্চন ভূঁইয়া, কাঞ্চনের মেয়ে ও নিহতের পুত্রবধু তাসনিন আক্তার এবং কাঞ্চনের ভাগিনা রবিউল হোসেন জনি।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুলাই উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া মানিকমুড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী রাশেদা বেগম মাগরিবের নামাজ পড়া অবস্থায় তার ছেলের শ্বশুর (বেয়াই) মাহবুব আলম কাঞ্চন ভূঁইয়াসহ গ্রেপ্তারকৃতরা রাশেদার ঘরে ঢুকে তার মাথায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের মেয়ে আয়শা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর গত ১০ জুলাই থেকে আসামিরা নিয়মিত হাজিরা দেন। সর্বশেষ গত বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে গেলে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। আজ শনিবার তাদের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই বিষয়ে নিহতের ছেলে বিল্লাল জানান, ‘আমার মাকে হত্যা করা করেছে আমার শ্বশুর, চাচা শ্বশুর, তার স্ত্রীসহ কয়েকজন মিলে। আমি তাদের ফাঁসি চাই।’

বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’