তাবলিগ জামাতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ২১:১১
শেয়ার :
তাবলিগ জামাতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে তাবলিগ জামাতে গিয়ে খালের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের জিরতলী গ্রামের বেল্লাল মিয়ার বাড়ি সংলগ্ন খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আলমগীর (৪৫) একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একলাশপুর গ্রামের বড় বাড়ির মৃত নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মো. আলমগীর মৃগী রোগী ছিলেন। তিনি গত ৩দিন আগে জিরতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড নাজির মিয়া বাড়ির জামে মসজিদে তাবলিগ জামাতে আসেন। আজ শনিবার ফজরের নামাজ পড়ে স্থানীয় গুলগুল্যা বাজারে নাশতা করেন। সেখান থেকে মসজিদে ফেরার পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে খালে পড়ে মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’