দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: দুলু

নাটোর প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১৯:৫৪
শেয়ার :
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: দুলু

সাবেক মন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ। আমরা চাই, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র।’

আজ শনিবার দুপুরে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘তারেক রহমানে সঙ্গে ড. ইউনুসের বৈঠক কিছু রাজনৈতিক দল মেনে নিতে পারছেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গত ১৫ বছর এই দেশ শাসন করেছে দিল্লী। তাদের কথায় ফ্যাসিবাদরা দেশ চালিয়েছে। দেশের মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ সুষ্ঠু ভোটের জন্য এত বছর অপেক্ষা করেছে। তাই ফেব্রুয়ারি মাসে নয় তার আগেই নির্বাচন হওয়া প্রয়োজন। সেজন্য সরকারের কাছে আহ্বান দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করেন।’

আওয়ামী লীগের শাসন নিয়ে তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছর দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। আমরা চাই বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করা। সবার আগে আমাদের বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, এদেশ আমার বাংলাদেশ।’

নিজস্ব সাংস্কৃতিকে ধ্বংস করার অভিযোগ তুলে দুলু বলেন, ‘সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের অপসংস্কৃতির বিরুদ্ধে দেশের সাংস্কৃতি চালু করতে হবে। গত ১৫ বছর সাংস্কৃতির নাম দিয়ে কিছু সাংস্কৃতি ব্যক্তিরা বাহিরের সংস্কৃতি দেশে প্রচার করে আমাদের নিজস্ব সাংস্কৃতিকে ধ্বংস করেছে। সেজন্য দেশের শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।’

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে আরো বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাকির হোসেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেক সরদার প্রমুখ।