ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে: মামুনুল হক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১৮:২৯
শেয়ার :
ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুফতি মামুনুল হক বলেছেন, ‘যারা পতিত ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসনের চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’

আজ শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মামুনুল হক বলেন, ‘অর্থনীতির চাকা নষ্ট করে ভারতের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাকারী ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বাংলার মানুষ তাদের কোনো দিনও ক্ষমা করবে না।’

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই বাংলার মাটিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়া বরদাস্ত করা হবে না।’

মুফতি আল মাহমুদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজসিলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হকু মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম, গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মানসুরুর রহমান খান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী, মুফতি মাহমুদুল হাসান কাশেমী, মাওলানা সাইফুল ইসলাম, মুহা: আইয়ুব বিন উসামা, মুফতি ইউসুফ কাশেমী, প্রকৌশলী মাহমুব আলম সরকার, হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।