জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াতই প্রথম রুখে দাঁড়াবে: ডা. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘ধর্মীয় জঙ্গিবাদ হোক বা রাজনৈতিক জঙ্গিবাদ— বাংলাদেশে আর কোনো জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। জামায়াত ইসলামী এ দেশের মাটি ও মানুষের দল। সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াতই প্রথম রুখে দাঁড়াবে এবং লড়াই করবে।’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জামায়াতে ইসলামীর কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস নেই। ইসলামেও জঙ্গিবাদের কোনো স্থান নেই। আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের কোনো সুযোগ নেই। তারা আজ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজকের সমাবেশ নিয়ে তিনি বলেন, ‘আজকের জনসভাকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে তুলনা করা যায়। প্রশান্ত মহাসাগরে সামনে তাকালে যেমন পানি ছাড়া কিছু দেখা যায় না, তেমনি এই জনসমুদ্রেও আজ সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না।’
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপ নিয়ে জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ‘মিডিয়ার সামনে সবাই সংস্কার চান, কিন্তু মিটিংয়ে বসে অনেকে এমন ভান করেন যেন এসব সংস্কারের কোনো প্রয়োজনই নেই। তাহলে সমস্যা কোথায়? সংস্কার তো সবার কল্যাণেই। যারা সংস্কার চায় না, তাদের ভিন্ন মতলব আছে বলেই মনে হচ্ছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘পিআর পদ্ধতি চালু হলে কেন্দ্র দখল করা যাবে না, টাকা দিয়ে ভোট কেনা যাবে না। এই পদ্ধতি হলে কারচুপি সম্ভব নয়, আর তাই অনেকে এটার বিরোধিতা করছে।’
নিজেদের দলীয় অবস্থান নিয়ে জামায়াতের এ নেতা বলেন, ‘জামায়াত এখন আর কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের দল। আমরা সব বৈষম্য, দুর্নীতি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।’