মনের কথা প্রকাশ করলেন ফারিণ

বিনোদন প্রতিবেদক
১৯ জুলাই ২০২৫, ১৭:৪০
শেয়ার :
মনের কথা প্রকাশ করলেন ফারিণ

টিভি নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক, টেলিছবি। আর চলতি বছর নাম লিখিয়েছেন সিনেমায়। সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’-এ অভিনয় করেছেন তিনি। এতে ফারিণের বিপরীতে দেখা গেছে চিত্রনায়ক শরিফুল রাজকে।

অভিনয়ের বাইরে দেশ-বিদেশ ঘুরতে বেশ পছন্দ করেন ফারিণ। সময় পেলেই ছুটে যান দেশের বাইরে কিংবা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। সম্প্রতি ফারিণ ঘুরতে গিয়েছেন বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রো। সেখানকার কোটর উপসাগরের তীর থেকে বেশ ক’টি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। আর মনের কথাগুলো কবিতার ভাষায় শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। কবিতায় ফুটে উঠেছে প্রিয়জনের প্রতি তার ভালোবাসার কথা।

ফারিণের কথাগুলো এমন- ‘বেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি; মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে, তোমায় খাওয়াতে পারি। যদি হতে চাও সঙ্গী চশমা নিও রঙ্গিন, ফিরতে চাইলে তোমার সাথে জীবনের আড়ি, তোমায় দেওয়ার আছে শুধু জায়গাটুকু আমার ছোট্ট মেঘের বাড়ির।’