বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে, অন্যথায় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে। বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণা এবং জুলাই সনদপত্র হতে হবে।
আজ শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি ময়দানে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘কে পিআর বোঝে কে পি আর বোঝে না, এ জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বোঝে, জনগণ সরকার চায়। উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদকসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। আমরা আহ্বান জানাব জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যেন সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি এবং এই সংস্কার কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষে নয়, বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে। ’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হচ্ছি। কেমন কক্সবাজার চাই, তার রূপরেখা সেখান থেকে ঘোষণা করা হবে। কেমন বাংলাদেশ আমরা চাই । জুলাই ঘোষণা এবং জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়ব।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছে। শহিদদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করে ছাড়ব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জনসভায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘একটি দল সংস্কারের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এ জন্য নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা ডা. তাসলিম জারা, অনিক রায় প্রমুখ।