রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১

রংপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১৫:৫৪
শেয়ার :
রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১

সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সেলিম রেজা আরঙ্গ (৩৫) নামের এক প্রকৌশলী নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসসহ অন্তত ২০টি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি ফিলিং স্টেশনে হঠাৎ বিকট শব্দ হয়। পরে লোকজন এসে দেখে ভয়াবহ বিস্ফোরণে আশপাশের বাড়ির কাঁচের জানালা ভেঙে গেছে। একই সঙ্গে ওই গ্যাস ফিলিং স্টেশনের আশপাশে থাকা এবং সড়কে চলমান বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে সেলিম রেজা আরঙ্গ নামের এক প্রকৌশলী মারা গেছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানা গেছে ।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘দুর্ঘটনার সময় ফিলিং স্টেশনটি বন্ধ ছিল এবং মেরামতের কাজ চলছিল। তবে রিজার্ভার ট্যাংকটি খালি ছিল, সেখানে লিকেজের কারণে ভেতরে গ্যাস জমে অতিরিক্ত চাপে এই বিস্ফোরণ ঘটতে পারে।’রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘সিও বাজারের এলপিজি ফিলিং স্টেশনে মেরামতের কাজ চলাকালে হঠাৎ গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে আশপাশে থাকা অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসসহ অন্তত ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রংপুর-দিনাজপুর মহাসড়কে চলাচলকারী দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।’