ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এ অস্ত্রবিরতির পেছনে ট্রাম্প শুরু থেকেই কৃতিত্ব নিয়ে আসছেন, যদিও ভারত বলছে, তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় নয়, ভারত-পাকিস্তান নিজেদের আলোচনার ভিত্তিতেই ওই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। গতকাল শুক্রবার হোয়াইট হাউজে রিপাবলিকান কয়েকজন আইনপ্রণেতার সঙ্গে ডিনারে ট্রাম্প দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত নিয়ে কথা বলেন। তখন তিনি পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয় তিনি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে এর মধ্যে কোন পক্ষের কয়টি বিমান, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস