জামায়াত সেক্রেটারির শোক /
‘মাওলানা আবু সাঈদ ছিলেন ইসলামী আন্দোলনের প্রতি নিবেদিতপ্রাণ’
খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ জাতীয় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার লিখেছেন, খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ জাতীয় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
শোকবার্তায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মাওলানা আবু সাঈদ ছিলেন ইসলামী আন্দোলনের প্রতি নিবেদিতপ্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।’
প্রসঙ্গত, ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫০) নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও ১০ জন কর্মী।গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় রয়েল পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।