আশুলিয়ায় তাঁতী দলের বিক্ষোভ মিছিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা তাঁতী দল।
আজ শনিবার সকালে আশুলিয়ার বসুন্ধরা এলাকা থেকে ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি স্থানে এসে শেষ হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিক্ষোভ মিছিল থেকে ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেন বলেন, ‘কোনো দলের নেতারা যদি জিয়া পরিবারকে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ সময় তাঁতী দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।