বালুবোঝাই ট্রাকের আঘাতে পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত
গাজীপুরের টঙ্গীতে বালুবোঝাই ট্রাকের আঘাতে পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সেখানে কর্তব্যরত থাকা অবস্থায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাক এবং ট্রাকের চালক মো. হারুনুর রশিদকে আটক করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক দক্ষিণ বিভাগের টি আই শফিক জানান, আজ শনিবার আনুমানিক ভোররাত ৪টা ১৫ মিনিটে একটি বালুবোঝাই বেডফোর্ড ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শফিউদ্দিন স্কুল এন্ড কলেজ একাডেমির সামনে অবস্থিত পুলিশ বক্সের উপর উঠে যায়। এ সময় পুলিশ বক্সটি দুমড়ে মুছড়ে যায় ও দায়িত্বরত থাকা ২ পুলিশ সদস্য আহত হন।
এতে পুলিশ বক্সের ভিতরে থাকা মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ইতোমধ্যে আটককৃত বালুবোঝাই ট্রাক ও ট্রাকের চালককে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইস্কান্দার হাবিবুর রহমান জানান,আটকৃত ট্রাক এবং ট্রাকের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।