কবরী ও আফজাল হোসেনের আজ জন্মদিন

বিনোদন সময় প্রতিবেদক
১৯ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
কবরী ও আফজাল হোসেনের আজ জন্মদিন

‘মিষ্টি মেয়ে’ কবরীর জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেন এই অভিনেত্রী। ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে দুপুর ১২টা ৩০ মিনিটে সরাসরি প্রচার হবে তারকাকথন-এর বিশেষ পর্ব। এ ছাড়া থাকছে কবরী অভিনীত চলচ্চিত্র নিয়ে তিন দিনের উৎসব।

১৯৬৪ সালে মাত্র ১৩ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয় করে মিনা পাল থেকে কবরী হয়ে ওঠেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘সুজন সখী’, ‘স্মৃতিটুকু থাক’, ‘সারেং বউ’, ‘তিতাস একটি নদীর নাম’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনেরও জন্মদিন আজ। ১৯৫৪ সালের আজকের এই দিনে সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। আফজাল হোসেন টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও তার অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তরের দশকের শেষ দিকে তিনি টেলিভিশন জগতে প্রবেশ করেন। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। তার অভিনীত বেশ কিছু নাটক আজও মাইলফলক হিসেবে দর্শক-হৃদয়ে স্থান করে আছে। বিশেষ এ দিনটিতে দুপুর ১২টা ৩০ মিনিটে থাকবেন চ্যানেল আইয়ের তারকাকথনে।