টি-টোয়েন্টির রেকর্ড বুকে মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
টি-টোয়েন্টির রেকর্ড বুকে মোস্তাফিজ

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন নতুন ইতিহাস। বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বিশ্বের সেরা পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি পেসার। শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের দিনই এই কীর্তি গড়েছেন তিনি।

মোস্তাফিজ এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৮ ইনিংসে বল করে শিকার করেছেন ১৩৬টি উইকেট। গড় মাত্র ২১ এবং প্রতি উইকেট নিতে তাকে বল করতে হয়েছে মাত্র ১৭টি করে। শুধু তাই নয়, ওভারপ্রতি রান খরচও মাত্র ৭.৪২। যা শতাধিক ইনিংসে বোলিং করা বোলারদের মধ্যে অন্যতম সেরা।

এ বছর এখন পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৩১টি উইকেট। সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন তিনি। এই উইকেটের মাধ্যমেই তিনি ইংলিশ স্পিনার আদিল রশিদকে ছাড়িয়ে উইকেট তালিকায় উঠে এসেছেন পঞ্চম স্থানে। বর্তমানে মোস্তাফিজের ওপরে রয়েছেন কিউই স্পিনার ইশ সোদি, বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের টিম সাউদি।