৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫, ২০:২০
শেয়ার :
৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

তারা হলেন- সোহাগ মিয়া (২৩), মাসুক আলী মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)। তারা সবাই উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

আটকদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলেন বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।

বিএসএফের হাতে আটক মাসুক আলীর ভাই ময়নুল মিয়া বলেন, ‘রাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকারের সময় ১৫-২০ জন বিএসএফ এসে তাদের আটক করে নিয়ে যায়। আমরা বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানিয়েছি।’

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, ‘শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি।’

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘তিনজন বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’