গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর আওয়ামী লীগ- ছাত্রলীগের হামলার পর সৃষ্ট সহিংসতা মোকাবিলায় জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে।আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বহাল থাকবে।
আজ গোপালগঞ্জ জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।
আজ কাসকাল থেকে দেখা যায়, জেলা শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। দু-একটি ছোট যানবাহন ছাড়া আর কিছুই চোখে পড়েনি।
আর বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৫, তারিখ ১৮-৭-২০২৫।
পুলিশ সূত্রে জানা যায়, এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ১৩৫ জনকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গত বুধবার রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়। চলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আয়োজিত সংবাদ সম্মেলন করে কারফিউম আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ করা হয়। পরিস্থিতি বিবেচনা করে কারফিউয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, গোপালগঞ্জে বুধবারের সহিংসতায় চারজন নিহত এবং ৪৫ জন পুলিশ সদস্য ও সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। উচ্ছৃঙ্খল জনতা নিহত চার জনের মরদেহ পোস্টমর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায় বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রমজান নামের আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।