ট্রাম্পের অসুস্থতা নিয়ে যা বলল হোয়াইট হাউস
শিরার সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট গতকাল বৃহস্পতিবার এই কথা জানান।
সাংবাদিকদের লিভিট বলেন, ‘কিছুদিন আগে ট্রাম্প লক্ষ্য করেন, তার পা ফুলছে। এর পর পরীক্ষায় দেখা যায় ক্রনিক ভেনস ইন্সাফিশিয়েন্সিতে ভুগছেন ট্রাম্প। লিভিট আরও বলেন, এটি একটি সাধারণ অসুখ যা সত্তোরোর্ধ মানুষের মধ্যে খুবই দেখা যায়। ট্রাম্পের বয়স ৭৯।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগেই ট্রাম্পের হাত ও পায়ের ফোলা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল। হাত ফোলা বিষয়ে লিভিট জানান, ট্রাম্পকে বহু মানুষের সঙ্গে হাত মেলাতে হয় এবং যেহেতু তিনি অ্যাস্পিরিন খান তাই অতিরিক্ত হাত মেলানোর প্রভাব পড়ে তার হাতে। লিভিট জানান, পরীক্ষায় ডিপ ভ্যান থ্রম্বোসিস বা আর্টারির অসুখ ধরা পরেনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হোয়াইট হাউসে প্রেসিডেন্টের ডাক্তার শন বারবাডেল্লা একটি চিঠিতে জানান, ট্রাম্পের শারীরিক অবস্থা চমৎকার। তিনি সুস্থ আছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস