বিবিসির অনুসন্ধান /
পরিকল্পনা করেই গাজার বেসামরিক স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল
অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে হাজার হাজার বেসামরিক ভবন ধ্বংস করছে ইসরায়েলি সেনাবাহিনী। স্যাটেলাইট চিত্র, ভিডিও ফুটেজ ও মানবাধিকার বিশেষজ্ঞদের বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধান অনুযায়ী, মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকে এই ধ্বংসযজ্ঞ চলছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, গাজার বহু শহর ও উপশহরের অধিকাংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব এলাকায় একসময় হাজার হাজার মানুষের বসবাস ছিল। ইসরায়েল দাবি করছে, এই এলাকাগুলো বর্তমানে তাদের ‘অপারেশনাল নিয়ন্ত্রণে’ রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বিবিসির যাচাই করা ফুটেজে দেখা গেছে, বিশাল বিস্ফোরণের মাধ্যমে ভবন ধসে পড়ছে, বাতাসে উড়ছে ধুলো ও ধ্বংসাবশেষ। শুধু যে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধ্বংস করা হচ্ছে, তা নয় বরং অক্ষত ভবনগুলোকেও ইচ্ছা করে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই তালিকায় রয়েছে গাজার স্কুল, হাসপাতাল, টাওয়ার ব্লক, এমনকি শিশুদের জন্য পরিচালিত আশ্রয়কেন্দ্রও।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস