নাটোরে ২ হাজার মানুষের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথন
ছবি: সংগৃহীত
নাটোরে জুলাই পুণর্জাগরন অনুষ্ঠানমালা উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের মাদ্রাসা মোড়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
প্রতীকী ম্যারাথন শহরের মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে নাটোর সদর উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহন করেন এই ম্যারাথনে।
ম্যারাথনে প্রথম ৫০ জন ফিনিসারের মাঝে মেডেল প্রদান করা হয়। প্রতীকী ম্যারাথনের অগ্রভাবে ছিলেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকেল) মাহামুদা শারমিন নেলী, সিভিল সার্জন মুক্তাদির আরেফিনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।