ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে মনোয়ার হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মনোয়ার হোসেন ওই গ্রামের তরিকুল ইসলাম ও ফরিদা খাতুন দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মনোয়ার দীর্ঘদিন ধরে কোনো কাজ করতেন না এবং ভবঘুরে জীবনযাপন করতেন। এতে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই ঝগড়া লেগেই থাকত।
ঘটনার দিন সকালেও পারিবারিক কলহের জেরে মনোয়ার তার নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে তার বাবা তরিকুল ইসলাম দরজায় ধাক্কা দিয়ে ভেঙে ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। সে সময় ঘরের আড়ার সঙ্গে হালকা আকাশি রঙের সুতার রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মনোয়ারকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। প্রাথমিক তদন্তে পুলিশ পারিবারিক কলহকেই মৃত্যুর পেছনের মূল কারণ হিসেবে সন্দেহ করছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা জানান, পরিবারে দায়িত্ব না নেওয়া ও ভবঘুরে চলাফেরা নিয়ে পরিবারের সঙ্গে মনোয়ারের প্রায়ই বিরোধ হতো। স্থানীয়রা তাই ধারণা করছেন, এসব কারণেই তিনি এই চরম সিদ্ধান্তে পৌঁছাতে পারেন।