বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ‘জুলাই যোদ্ধার’ মরদেহ উদ্ধার

ইবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ২৩:২৫
শেয়ার :
বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ‘জুলাই যোদ্ধার’ মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুরের পানিতে ভেসে ওঠলে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে সাজিদ সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরপাড়ে শিক্ষার্থীরা হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তারা পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুতই পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ বলেন, ‘মরদেহটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকঘণ্টা ডুবে থাকার পর ভেসে উঠেছে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।’

মৃত্যু নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘তিনি পানিতে ডুবে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠাই। সেখানে থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’