রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৫, ২০:৪৩
শেয়ার :
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিক নিহত

রাজধানীর ডেমরার ভট্ট চত্বর এলাকায় নির্মাণাধীন ভবনে রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ডেমরা ভট্ট চত্বরের ৮ নম্বর রোড এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৬)। এদের মধ্যে রফিকুল কুড়িগ্রাম কচা কাটা থানার মীরকা বাড়ি গ্রামের সাব-কন্ট্রাকটর ইউসুফ আলীর ছেলে। শফিকুল একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। তারা ওই নির্মাণাধীন ভবনের পাশেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রফিকুলের বাবা ইউসুফ আলী বলেন, ওই নির্মাণাধীন ভবনের নিচতলায় রড বাঁকা করার সময় রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে রফিকুল ও শফিকুল অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।