পাকিস্তানের পাঞ্জাবে ভারি বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৭:৫২
শেয়ার :
পাকিস্তানের পাঞ্জাবে ভারি বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু

পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে ভারি বৃষ্টিতে ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯০ জন। বুধবার সকাল থেকে টানা বৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটে। জুন থেকে শুরু হওয়া বৃষ্টিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০ জনে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় আজ বৃহস্পতিবার প্রদেশটির একাধিক জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ২৪ ঘণ্টা ২৯০ জন আহত হয়েছে। 

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, অধিকাংশ প্রাণহানি ঘটেছে ভবন ধসে চাপা পড়ে। বাকিরা মারা গেছেন পানিতে ডুবে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে আজ পর্যন্ত বজ্রসহ প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বিবৃতিতে জানানো হয়, ‘লাহোরে অন্তত ১৫ জন, ফয়সালাবাদে ৯ জন, সাহিওয়ালে ৫ জন, পাকপত্তনে ৩ জন এবং ওকারায় ৯ জন নিহত হয়েছে।’ নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রাওয়ালপিন্ডিতে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে যেন সবাই বাড়িতে থাকে। আর যাদের নদীর পাশে বাসা তারা যেন দ্রুত সেই স্থান ত্যাগ করে সেই আহ্বান জানানো হয়েছে।