আজ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৭:৪০
শেয়ার :
আজ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন সাকিব

ক্যারিবিয়ান অঞ্চলে আয়োজিত টি–টেন ফরম্যাটের ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মায়ামি ব্লেজের নেতৃত্ব দেবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের মায়ামি ব্লেজ, প্রতিপক্ষ বোকা রেটন ট্রেইলব্লেজার্স। এ দলে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারও।

এই টুর্নামেন্ট শুরুর আগে সাকিব খেলেছেন গ্লোবাল সুপার লিগে। সেখানে প্রথম ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স দেখান তিনি—নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেন ফিফটি, নেন ৪ উইকেট। তবে পরের ম্যাচগুলোতে ফর্ম ধরে রাখতে পারেননি। বাকি তিন ইনিংসে তার রান ছিল ৭, ৩ ও ৪। বল হাতেও পরে তিন ম্যাচে নিয়েছেন মাত্র একটি উইকেট। তার দল টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে।

ম্যাক্স সিক্সটির এবারের আসর সাত দলের। প্রথম আসরে অংশ নিয়েছিল ৫টি দল, চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স। এক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।