আইনের আশ্রয় নিলেন নির্মাতা অমি

বিনোদন প্রতিবেদক
১৭ জুলাই ২০২৫, ১৭:৩৭
শেয়ার :
আইনের আশ্রয় নিলেন নির্মাতা অমি

টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। শুরু থেকেই চমক দিয়েছেন তিনি। ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র মধ্যদিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন। সম্প্রতি পাইরেসির শিকার হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন নির্মাতা।

এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অমি লিখেছেন, ‘বিনা অনুমতিতে যারা “ব্যাচেলর পয়েন্ট”র ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

অমির এমন পোস্টে সহমত দিয়েছেন নেটিজেনরাও।

বলা দরকার, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ অনেকে।

ধারাবাহিকটির প্রযোজনা করছে বুম ফিল্মস, টেলিভিশন পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।