তফসিল ঘোষণার একমাস আগেও ভোটার হওয়া যাবে

অনলাইন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৭:০৭
শেয়ার :
তফসিল ঘোষণার একমাস আগেও ভোটার হওয়া যাবে

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত একমাস আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার হতে পারবেন। এ সংক্রান্ত বিধান রেখে ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশোধিত অধ্যাদেশের ব্যাখ্যায় তিনি বলেন, ‘এতোদিন নাগরিকরা কোনো বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়, পরবর্তী বছর জানুয়ারিতে এসে হালনাগাদ তালিকায় আসতে পারতেন। প্রতিবছর জানুয়ারির ২ তারিখে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করে।’

ফয়েজ আহম্মদ বলেন, ‘মার্চ মাসের ২ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশ এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন আয়োজনের মাঝামাঝি সময়ে যারা ভোটার হওয়ার বয়সে উপনীত হন, তারা আর ভোট দিতে পারেন না। পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়।’

তিনি বলেন, ‘এখন সংশোধনে যেটা করা হয়েছে তা হলো- নির্বাচন কমিশন মনে করে যেহেতু তফসিল ঘোষণার আগেই একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, তাই যৌক্তিক সময়ের মধ্যে যারা ভোটার হওয়ার উপযুক্ত হন- তারা যেন ভোটার হতে পারেন।’