চুরির পর পুলিশের স্ত্রীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১
কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর এক পুলিশ কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালাম পারভেজ (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মামলার পর গতকাল বুধবার রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নস্বর ওয়ার্ডের মগবাজার খামার পাড়ার মেহের আলীর ছেলে। তিনি লামার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, আবুল কালাম আজাদ একাধিক বিয়ে করেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্ট, চুরিসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত সোমবার রাত তিনটার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশ কনস্টেবলের স্ত্রী দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন। ওই বাসার জানালা দিয়ে কৌশলে বাঁশ ঢুকিয়ে দরজার খুলে মুখোশ পড়া এক ব্যক্তি। পরে ভেতরে ঢুকে ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা নিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। ওই রাতে ভুক্তভোগীর স্বামী চাকুরির সুবাধে কক্সবাজারে ছিলেন। এ ঘটনায় ওই পুলিশ কনস্টেবল বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ধর্ষককে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’