সমাবেশের আগেই জামায়াত সেক্রেটারির দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৬:৫০
শেয়ার :
সমাবেশের আগেই জামায়াত সেক্রেটারির দুঃখ প্রকাশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার হতে যাওয়া জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ হতে পারে- এমন ধারণা করে আগাম দুঃখ প্রকাশ করলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করেন তিনি

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা ধারণা করছি রাজধানীতে বিপুল লোক সমাগম হবে। এতে কিছু যানজট ও জনদুর্ভোগ হতেই পারে। এ জন্য আমরা আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।’ 

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে জামায়াত বারবার নির্যাতিত হয়েছে, রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা রাজনৈতিক অধিকার চর্চার বাস্তব সুযোগ পেয়েছি। তাই ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছি।’ 

তিনি বলেন, ‘এই সমাবেশে সব রাজনৈতিক দল ও শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব মহলকে সঙ্গে নিয়েই এগোতে চাই আমরা।’ 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯ জুলাইয়ের সমাবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে, সবার জন্য রাজনৈতিক মাঠের সমতা (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার ও আহতদের পুনর্বাসন, সাংবিধানিক ও নির্বাচনী সংস্কার, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা (পিআর সিস্টেম) চালুর দাবি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, সমাবেশ সফল করতে এরই মধ্যে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করা হয়েছে। তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।