সিরিয়ার পর লেবাননেও হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৬:১৬
শেয়ার :
সিরিয়ার পর লেবাননেও হামলা চালাল ইসরায়েল

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় হামলার চালানোর ২৪ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী দেশ লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার চালানো ওই ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।  

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবায়েথ জেলার মহাসড়কে থাকা একটি গাড়িতে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল।  

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলেও প্রায়ই হামলা চালাচ্ছে ইসরায়েল। গত নভেম্বরের শান্তিচুক্তি অনুযায়ী, দুই পক্ষেরই সব সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। তবে অন্তত পাঁচটি আউটপোস্টে এখনো ইসরায়েলি সেনারা অবস্থান করছে।  

এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে সিরীয় সেনাবাহিনীর সদরদপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল।  হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।