পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জামায়াতের অপ-রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবসহ বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে জেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘পরিকল্পিতভাবে দেশের যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর মাধ্যমে সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে।’
বক্তারা এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা এদেশের মানুষকে হত্যা করেছিল, লুটতরাজ করেছিল, ধর্ষণ করেছিল হাজারো মা-বোনকে। কিন্তু তারা আজ পর্যন্ত এদেশের মানুষের কাছে সামান্যতম ক্ষমা চায়নি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় এই দলটি আত্মগোপনে থেকে টিকেছিল। অথচ বিএনপির নেতাকর্মীরা মাঠে পরিচয় দিয়েই রাজনীতি করেছে। রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।একাত্তরের এই ঘাতক দালালদের কোন ভাবেই এই বাংলার মাটিতে ঠাই দেয়া হবে না।’