সেরাদের নিয়ে ‘খুশবু’
লম্বা সময় নিয়ে দীপ্ত টিভিতে প্রচার হওয়া ‘মাশরাফি জুনিয়র’ ছিল দর্শকনন্দিত মেগাসিরিজ। সেই পরিচালক সাজ্জাদ সুমন একই চ্যানেলের প্রযোজনায় এবার নির্মাণ করছেন আরেক মেগাসিরিজ ‘খুশবু’।
এদিকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, দীপ্ত স্টার হান্ট বিজয়ীরা দুই বছরের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন দীপ্ত প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টেলিভিশন ধারাবাহিক নাটকে।
সেই ধারাবাহিকতায় স্টার হান্ট বিজয়ীরা এবার অভিনয় করতে যাচ্ছেন তাদের প্রথম মেগাসিরিজ ‘খুশবু’তে। ইতিমধ্যে আউটডোরে নাটকটির শুটিংও শুরু হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত দীপ্ত স্টার হান্টের চ্যাম্পিয়ন মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন ছাড়াও নাটকটিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন টপ পারফর্মার শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী ও মারিয়া মৌ।
দীপ্ত স্টার হান্টে বিজয়ীরা ছাড়াও ‘খুশবু’ মেগা সিরিজে রয়েছেন দেশের জনপ্রিয় সব অভিনয়শিল্পীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে এই সিরিজে দেখা যাবে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষার মতো অভিনয়শিল্পীদের। তাছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সামিরা খান মাহি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘আমরা যখন “মাশরাফি জুনিয়র” শুরু করেছিলাম, তখন সেটা ছিল একেবারে নতুন একটা গল্প। ক্রিকেট নিয়ে সেভাবে তখন কেউ গল্প দেখায়নি। এবারও একেবারে একটা নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। আশা করি, এবারও দর্শকদের মন জয় করতে পারবো আমরা।’
বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর নির্ভরতা রয়েছে গার্মেন্টস শিল্পের ওপর। এই গার্মেন্টস শিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মাধ্যমে এগিয়েছে ‘খুশবু’র মূলগল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে এই শিল্পের শ্রমিকদের আশা-নিরাশা, স্বপ্ন-সাধের কোমল ও কঠোর জীবনযাপন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আহমেদ খান হীরকের গল্পে ‘খুশবু’র চিত্রনাট্য রচনা করছেন আসফিদুল হক এবং সংলাপ রচনা করছেন মোঃ মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় সিরিজটির লাইন প্রডিউসার হিসেবে আছেন সাইফুর রহমান সুজন।
মেগাসিরিজটি দ্রুত প্রচার শুরু হবে দীপ্ত টিভিতে। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে এবং দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।