তরুণীর সঙ্গে সৃজিতের সেলফি ভাইরাল
আবারও নতুন চর্চায় উঠে এলো কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে। প্রেমের সঙ্গে এই টলিউড পরিচালকের রয়েছে বেশ ঘনিষ্ঠতা। তারই বহিপ্রকাশে সম্প্রতি দেখা গেছে সমুদ্র সৈকতে এক তরুণীর সঙ্গে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের ওড়িশার পুরী সমুদ্র সৈকতে পরিচালক সৃজিত মুখার্জির তোলা একটি সেলফি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে । ছবিতে তার সঙ্গে রয়েছেন ওপার বাংলার নবাগত অভিনেত্রী সুস্মিতা।
মূলত ছবিটি পোস্ট করা হয়েছে অভিনেত্রী সুস্মিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্যার চোখের মধ্যে।’ একই সঙ্গে ফেসুকেও ছবিটি পোস্ট করেন সুস্মিতা। আর তাতেই চড়েছে কৌতূহলের পারদ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, ওপার বাংলার নবাগত অভিনেত্রী সুস্মিতা সৃজিত মুখার্জির পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করছেন। ছবিটি তোলা হয়েছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে। সেখানেই গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। এর আগে ‘মৃগয়া’ চলচ্চিত্রের একটি আইটেম গানে অভিনয় করে আলোচনায় আসেন সুস্মিতা।
তবে এবার সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করে ফের নেটিজেনদের মন্তব্যের মুখে পড়েছেন তিনি। সুস্মিতার পোস্ট করা সেই ছবির কমেন্ট বক্সে সৃজিত নিজেই লাভ রিয়েকশন দিয়েছেন। ফলে মিশ্র প্রতিক্রিয়া আসছে ভক্তদের কাছ থেকেও।
‘লহ গৌরাঙ্গের নাম রে’ পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। তিনটি সময়কাল উঠে আসবে এই ছবিতে। ঘুরে ফিরে থাকবেন শ্রী চৈতন্য, নটী বিনোদিনী ও গিরিশচন্দ্র ঘোষ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ছবিতে শ্রী চৈতন্যর ভূমিকায় থাকছেন দিব্যজ্যোতি দত্ত, বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে।