ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পলাশ আহমেদ (২৬) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তীপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মাহবুবুর রহমান সহ কয়েক কারারক্ষী পলাশ আহমেদকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে কারাসূত্রে জানা যায়, তার বাবার নাম শহীদ উদ্দিন। বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামে। মিরপুর মডেল থানার মামলাসহ অপর ৩ টি মামলা বিচারাধীন আসামি ছিলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?