‘আমি ছেড়ে দিলাম’

বিনোদন প্রতিবেদক
১৭ জুলাই ২০২৫, ১২:৫৬
শেয়ার :
‘আমি ছেড়ে দিলাম’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সময়টা ভালো যাচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে যেতে হয়েছে তাকে। যদিও জামিন পেয়ে কাজে (অভিনয়) ঠিকই ফিরেছেন, তবে ব্যস্ততা আর আগের মতো নেই।

সবশেষে গত ৮ জুলাই বিশ্বব্যাপী প্রিমিয়ার হয়েছে ফারিয়া ও সজল অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমাটি। বড়পর্দার এই সিনেমাটি এদিন মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন-এ। আর এ খবর নায়িকা নিজেই জানিয়েছেন তার ফেসবুকে।

অভিনয় ব্যস্ত না থাকলেও ফারিয়া সরব আছেন ফেসবুকে। নতুন ছবি প্রকাশের পাশাপাশি নানা কথা লিখে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় নুসরাত ফারিয়া এবার লিখলেন, ‘সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। বিশ্ব সেটা দেখছে… আমি ছেড়ে দিলাম।’

ফারিয়ার এমন রহস্যময় পোস্ট ঘিরে ইতিমধ্যেই ভক্তমহলে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ অনুমান করছেন, হয়তো কোনো ব্যক্তিগত বা পেশাগত অভিজ্ঞতা থেকেই এমন কথা বলেছেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানা কথা লিখলেও নিশ্চুপ আছেন চিত্রনায়িকা।