রাজবাড়ীতে দেয়ালজুড়ে শিক্ষার্থীদের চিত্রকর্ম, স্লোগান
রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে দেয়াল জুড়ে নানা ধরনের স্লোগান, চিত্রকর্ম ও পোস্টার এঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকাল থেকেই গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। তারা দেয়ালে শহীদ আবু সাঈদের ছবি, দেশের জুলাই ২৪ নানা বিষয় তুলে ধরে চিত্রাঙ্কন ও লেখা এঁকে দেয়াল সাজিয়ে তোলেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা তুলে ধরা এবং মানবাধিকার রক্ষার চেতনা ছড়িয়ে দেওয়া।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই, শহীদ আবু সাঈদের মতো সাহসী মানুষদের স্মৃতি আমাদের চেতনায় থাকুক। তার আদর্শ অনুসরণ করে আমরা অন্যায়ের প্রতিবাদ করব।’
গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুল, সান-সাইন কলেজিয়েট স্কুল, দেওয়ান রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় ও চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা এই উদ্যোগে পাশে ছিলেন। তারা জানান, শুধু আনুষ্ঠানিকতা নয়, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কর্মসূচির মাধ্যমেই দেশের ইতিহাস জানানো এবং নৈতিকতা গড়ে তোলার চেষ্টা করছেন তারা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ আওয়ামী দোসর হাসিনা বাহিনীর পুলিশের গুলিতে শহীদ হন। তার স্মরণে গতকাল বাংলাদেশে শহীদ আবু সাঈদ দিবস পালন করা হয়।