রাজবাড়ীতে জুলাই পদযাত্রার প্রস্তুতি সম্পন্ন, বিকেলে পথসভা
রাজবাড়ীতে চলছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জুলাই পদযাত্রার পথসভার প্রস্তুতি। ইতোমধ্যে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে পথসভা উপলক্ষে জেলা শহরে রেলগেট এলাকায় চলছে মঞ্চ তৈরির কাজ। এদিকে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এছাড়া শহরজুড়ে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
এর আগে বুধবার দুপুরে রাজবাড়ীর ইংলিশ মার্কেটের দ্বিতীয়তলায় এনসিপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে এনসিপি’র সদস্য আব্দুল্লাহ আল মামুন বক্তব্য বলেন, ‘বিপ্লবী ছাত্রজনতার রক্তাক্ত চব্বিশের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র জনতার সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজবাড়ী রেল গেইট শহীদ স্মৃতিস্তম্ভে পথসভা অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘এ পদযাত্রার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি থাকবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ডা. তাজনুভা জাবীন, দক্ষিণাঞ্চলের সংগঠক মোঃ আতাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’
সকল শ্রেণী-পেশার মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ পথসভায় ১২ হাজার মানুষের উপস্থিত থাকবে। আমরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে কোনো হুমকি-ধামকি নেই। ফেসবুকে কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমরা জুলাই যোদ্ধাদের বরণ করতে কাজ করেছি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. নাজমুল হক, আল আজম, ইঞ্জিনিয়ার গাজী জাহিদ হাসান, মো. সাইদুর জামান সাকিব, মীর মাহমুদ সুজন, মো. রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।