সাকিবদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনালে রংপুর
গ্লোবাল সুপার লিগের গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও আছে উড়ন্ত ফর্মে। গতকাল বুধবার রাতে সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৮ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। তাতে টানা ৩ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল।
গায়ানায় গতকাল রংপুরের জয় এসেছে মাত্র ৮ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫০ রানে গুটিয়ে দেয় তারা। তাতে প্রাথমিক পর্বে জয়ের হ্যাটট্রিকও পূরণ করল তারা। অন্যদিকে, সাকিবের অসাধারণ নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচে টানা তিন হারে আসর থেকে বিদায় নিল দুবাই ক্যাপিটালস।
আসরের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। তবে এর পরের তিন ম্যাচে মোটামুটি ব্যর্থই তিনি। ব্যাট হাতে রান পাননি। মাঝের দুই ম্যাচে দেখা পাননি উইকেটেরও। গতকাল দারুণ বোলিংয়ে ১ উইকেট পেলেও দলের জয়ের জন্য সেটি যথেষ্ট হয়নি।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের হয়ে গতকাল সর্বোচ্চ রানের ইনিংস খেলেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। ৩২ বলে ৪১ রান করেন তিনি। রান পেয়েছেন সৌম্য সরকার আর সোহানও। ২৮ বলে ৩৬ রান করে সাকিবের বলে আউট হয়েছে সৌম্য। আর ১৮ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন সোহান।
জবাব দিতে নেমে দুবাইয়ের আফগান ওপেনার সেদিকউল্লাহ আতালের ৩১ বলে ৩৮ ছাড়া আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি। ছয় নম্বরে নেমে ৭ বলে মাত্র ৩ রান করেন সাকিব। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ঝলক দেখান সাইফ হাসান। ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট শিকার করেন এই অফ স্পিনার। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং।