গোপালগঞ্জে হামলা নিয়ে ফেসবুকে ‘ট্রল’, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলা ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়।’
বুধবার রাতে পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল ডিআইজি অতিরিক্ত দায়িত্ব মিয়া মাসুদ করিমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। আদেশে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই পুলিশ কর্মকর্তার গ্রেপ্তার দাবি করেছেন।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে মোশফেকুর রহমান লেখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরে রাত সাড়ে আটটায় তাকে গ্রেপ্তারের দাবিতে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে পুলিশ সুপার মারুফাত হোসেন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে।
এসময় তাকে আটক না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?