ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের

অনলাইন ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৮:২২
শেয়ার :
ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের

দলীয় নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতাকে সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেওয়া ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার নাহিদের বরাতে এ কথা জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ বিকেলে এক ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। -নাহিদ।’

আজ গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ। এর প্রতিবাদে ব্লকেড কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সংগঠনটি জানায়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।