এনসিপি কার্যালয়ের সামনে আবারও ‘ককটেল’

অনলাইন প্রতিবেদক
১৬ জুলাই ২০২৫, ১৫:৪৪
শেয়ার :
এনসিপি কার্যালয়ের সামনে আবারও ‘ককটেল’

রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও দেখা গেছে ককটেলসদৃশ একটি বস্তু। এর আগে, বেশ কয়েকবার জায়গাটিতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। 

আজ বুধবার দুপুরে এনসিপির কার্যালয়ের সামনে ফুটপাতের পাশে ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। লাল স্কচটেপ প্যাঁচানো অবস্থায় ছিল এটি। 

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দুপুর ২টার পরে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলামোটর সিগন্যালে দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট। তবে কারা এটি নিক্ষেপ করেছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি। 

প্রসঙ্গত, সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ গেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। সেখানে তারা পৌঁছানোর আগেই স্টেজে হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সমাবেশ শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে আবারও তাদের ওপর হামলা হয়।