এনসিপির গাড়িবহরে হামলা, গোপালগঞ্জ রণক্ষেত্র

অনলাইন ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৫:২৬
শেয়ার :
এনসিপির গাড়িবহরে হামলা, গোপালগঞ্জ রণক্ষেত্র

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড বাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা গেছে।

আজ বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ হামলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ চলছে।   

সেখানে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন এনসিপি নেতারা।

এর আগে আজ দুপুরে শহরের সমাবেশস্থলে হামলা চালিয়ে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয়। তখন এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছাননি। পরে তারা মঞ্চে উঠে বক্তব্য দেন।