দর্শক সারিতে উপদেষ্টারা ,সভামঞ্চে শহীদ পরিবারের সদস্যরা

রংপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ১৩:২৪
শেয়ার :
দর্শক সারিতে উপদেষ্টারা ,সভামঞ্চে শহীদ পরিবারের সদস্যরা

জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভার মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আর মঞ্চের সামনে দর্শক সারিতে বসেছেন অতিথিরা।

আজ বুধবার আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত সভার অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা গেছে। 

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলীসহ সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতারা।

এ সময় অনুষ্ঠানে মঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আর মঞ্চের নিচে দর্শক সারিতে বসে ছিলেন অন্তর্বর্তী সরকারের চার জন উপদেষ্টা, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। শহীদদের স্বজনদের এই সম্মান প্রদর্শনে আগতরা এর ভূয়সী প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার বাংলাদেশে প্রথমবারের মতো জুলাই মাসের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।